ইসলামের শরিয়ত অনুসারে দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই কত ভূল ভ্রান্তি করে থাকি। এগুলোর অনেক গুলোই আমাদের অজানা।
তবে আমরা অজান্তেই কিছু গুরুতর ভূল করে থাকি।
আসুন সেগুলো থেকে বিরত হই
বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে।
যেমন:
1️⃣:আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে।”ইনশাআল্লাহ” এবার ব্যাংকের জব হয়ে যাবে।ভাই দোআ করবেন ব্যাংক থেকে এবার লোন টা যেনো হয়ে যায়।
2️⃣: ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে…আল্লাহ আমার জন্য যতেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।
3️⃣: মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।
4️⃣: হ্যা “আলহামদুলিল্লাহ” স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
5️⃣: এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি, আর বইলেন না আপনি যা সুন্দর “মাশাআল্লাহ।”
6️⃣: ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়াল্ড কাপ জিতে তাহলে আমি নামায পড়া শুরু করবো।
7️⃣: মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো।যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ “দোআ” করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।
8️⃣: ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে,আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।
9️⃣: মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।
🔟: মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী, যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
1️⃣1️⃣: আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।
1️⃣2️⃣: এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।
দা-জ্জালের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জাহান্নাম। আমরা দা-জ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনি আমাদের এই অবস্থা, না জানি দা-জ্জালের আগমনে কি হবে আমাদের।😭
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। (আমিন)