ইসলামি শরিয়তে রিজিকের আশায় বিয়ে করতে চান? তবে অবশ্যই পোস্ট টি পড়ুন

★ কোরআনে বলা আছে বিয়ে করলে রিজিক বাড়ে। এখন অনেকেই বলে ,, আমি তো বিয়ে করেছি ,, কোথায় আমার তো রিজিক বাড়েনি। আসলেই অনেকের বিয়ে করলে রিজিক বাড়ে না। আরো তার অভাব দেখা দেয়। এর কারন কি? এর কারন হচ্ছে এটা..👇

***যখন তোমার বিয়ে করা দরকার ছিলো ,, তখন তুমি বিয়ে না করে ,, করেছো হারাম প্রেম ভালোবাসা। করেছো জিনা ব্যভিচার। যার কারনে আজ বিয়ে করেও তোমার কোনো উন্নতি হচ্ছে না।

***বিয়ে করলে রিজিক বাড়ে এটা কোরআন এবং হাদিস এই দুটো থেকেই প্রমাণিত।
***যেমন আল্লাহ তায়ালা সূরা নুরে বলেন…
“চরিত্র রক্ষার জন্য যদি কেউ বিয়ে করে। সে যদি দরিদ্রও হয় আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাকে সচ্ছলতা দান করবো” (সুরাঃনুর:২৪/৩২)

***ওমর রাঃ বলেন। আমি ঐ ব্যক্তি কে দেখে অবাক হই ,, যে ধনী হতে চাই কিন্ত বিয়ে করে না।

***রাসূল সাঃ এর কাছে এক সাহাবি এসে বলেছিল..
ইয়া রাসূলাল্লাহ আমি ধনী হতে চাই ,, আমি দারিদ্রতা দূর করতে চাই ,, তখন রাসূল সাঃ বলেন ,, তুমি বিয়ে করো।

***এছাড়া আরো অনেক হাদিস আছে ,, যে বিয়ে করলে রিজিক বাড়ে ,, তাহলে তোমার কেনো বাড়ে না। কারন তুমি সঠিক সময় কে মূল্য দাও নি। যার কারনে তোমার রিজিকও বাড়েনি।

***সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ করুন। সময় কে মূল্য দিন। ইনশাল্লাহ সময় আপনাকে সঠিক সময় এনে দিবে। সময় মতো বিয়ে করুন ,, হারাম প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করা বন্ধ করুন। ইহকালীন ও পরকালীন এই দুটো জীবনই আপনার ভালো হবে (ইনশাআল্লাহ) ।

Leave a Comment