চোখের নিচে যে কাল দাগ পড়ে তা চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় পেরিঅরবিটাল বা আনফ্রাঅরবিটাল বা পিগমেন্টেশন বা ডার্কেনিং বলে থাকি। এর সবচেয়ে ভালো দিক হলো, এর সঙ্গে কোনো জটিল মেডিকেল অবস্থা জড়িত নয় তবে নারী ও পুরুষ উভয়েরই সৌন্দর্যের সঙ্গে সম্পর্কিত। চোখের নিচে কালো দাগ পড়ার বেশ কিছু কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো-
১. ঘুমের অভাব- ঘুম ঠিকঠাক না হলে চোখের নিচে এই কালচে ভাব আসতে পারে।
২. পুষ্টির অভাব- রক্তস্বল্পতা, ভিটামিন ডি-এর ঘাটতি ইত্যাদি থাকলেও চোখের নিচে কালচে ভাব আসতে পারে।
৩. মানসিক চাপ- মানসিক চাপের কারণে রক্তের সঞ্চালন কমে যায় ফলে চোখের নিচে কালো দাগ পরতে পারে।
৪. অ্যালার্জি- অ্যালার্জির কারণে অনেক সময় চোখের নিচে চুলকায়, এর ফলে কালো দাগ পড়ে।
৫. বিশ্রামের অভাব- সেটি চোখেরও হতে পারে আবার শরীরেরও হতে পারে। আজকাল জীবনযাপনের পদ্ধতিটা এমন যে আমাদের শরীরের থেকে চোখের চাপটা অনেক বেশি। আমরা ল্যাপটপ, কম্পিউটার আ মোবাইলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি। এগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখের নিচে কালো দাগ পড়তে পারে। মানসিক চাপ থেকেও চোখের নিচের কালো দাগ পড়তে পারে।
৬. অ্যানাটমিক্যাল ডিফেক্ট- আমাদের চোখের নিচে একটি গর্ত আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়, এ গর্তটা অনেক গভীর হয়ে থাকে। গভীরতার কারণে চোখের নিচে ছায়া পড়ে যায়। এটা দাগ নয়, তবে ছায়া পরার ফলে চোখের নিচে কালচে ভাবটা আসে।
৭. চর্বি- বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে চর্বিটা জমে সেটি আবার সরেও যায়। এটি সরে গেলেও একই ধরনের গর্তের প্রভাব পড়ে।
উপরুক্ত কারণসহ আরও অনেক কারণে চোখের নিচে কালো দাগ অথবা এই কালচে ভাবটা আসতে পারে।