টিকটিকি খুবই বিষাক্ত একটা প্রাণী। বাড়ি থেকে এই বিষাক্ত প্রাণী দূর করার উপায়ঃ
অনেকে এই প্রাণী দূর করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা স্প্রে কিনে থাকেন। তবে এগুলো ছাড়া প্রাকৃতিকভাবেও আপনি আপনার বাড়িকে টিকটিকিমুক্ত করতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি টিপস জেনে রাখুন-
ডিমের খোসাঃ টিকটিকির বিচরণ কমানোর জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গায় ডিমের খোসা ছড়িয়ে রাখুন।
তেজপাতাঃ তেজপাতা পুড়িয়ে সেই গন্ধ বাড়ির বিভিন্ন কোণায় ছড়িয়ে দিবেন।
রসুনঃ টিকটিকির উৎপাত কমাতে রসুন খুবই কার্যকরী উপাদান। জানালার পাশে বা ভেন্টিলেটরে রসুনের কোয়া রেখে দিবেন। চাইলে রসুনপানিও ছিটিয়ে দিতে পারেন। এর জন্য পানির সঙ্গে রসুনের রস মিশিয়ে নিবেন।
পেঁয়াজঃ পেঁয়াজের মধ্যে থাকা সালফারের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই টিকটিকির চলাচলের পথে অর্থাৎ ঘরের কোণে কোণে কয়েক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিলেই ব্যাস পালিয়ে যাবে টিকটিকি।
শুকনো মরিচঃ গোলমরিচ বা শুকনো মরিচের গুড়ার গন্ধ টিকটিকির মস্তিষ্ক অবশ করে দেয়। শরীরের অস্বস্তি এড়ানোর জন্যই এই গন্ধ থেকে দূরে থাকতে চায় প্রাণিটি। এজন্য শুকনো মরিচের গুড়া পানিতে মিশিয়ে যেসব জায়গায় টিকটিকি বেশি থাকে সেখানে স্প্রে করুন।
ময়ূরের পালকঃ ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি আর আসবে না।
ন্যাপথলিনঃ ঘরের যেখানে টিকটিকি থাকে, সেখানে ন্যাপথলিন বল অথবা গুড়া করে ছড়িয়ে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে।
তামাকের গুঁড়াঃ তামাকের কড়া গন্ধ টিকটিকি সহ্য করতে পারেনা। তাই কিছুটা কফি পাউডারের সাথে তামাকের গুড়া মিশিয়ে টিকটিকির চলাচলের পথে ছিটিয়ে রাখুন। এতে টিকটিকির উৎপাত অনেকটা লাঘব হবে।
বরফঃ টিকটিকি শীতল রক্তের পাণী। তাই এরা ঠান্ডা সহ্য করতে পারেনা। তাই যখনই টিকটিকি দেখবেন টিকটিকির উপর বরফপানি স্প্রে করে দিবেন। দেখবেন টিকটিকি ঠান্ডায় জমে যাচ্ছে।
পরিশেষে টিকটিকি দূর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ঘর-বাড়ি পরিষ্কার রাখা। তাই নিয়মিত ঘর-বাড়ি অ্যান্টি-ব্যাক্টেরিয়াল সলিউসন দিয়ে মুছুন। ঘর-বাড়ি অপরিচ্ছন্ন থাকলে টিকটিকিসহ আরো অন্যান্য সব পোকামাকড়ের উৎপাতও বেড়ে যেতে পাড়ে।