বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে কিউইরা অর্থাৎ আগামী ২৪ এ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা জানানো হয়েছে। লড়াইয়ে নামার আগে সফরকারী দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিকেএসপি তে।
তবে স্কোয়াডে নেই উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের মতো তারকা ক্রিকেটাররা। আইপিএল এ অংশ নিতেই বাংলাদেশ সফরে আসবেনা তারা। এমনকি বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারই নেই বাংলাদেশ সফরের দলে। টাইগারদের বিপক্ষে কিউইদের নেতৃত্বে থাকছেন টম ল্যাথাম।
বাংলাদেশ সফর শেষে দলটি পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা দেবে। নিউজিল্যান্ডের যেসব ক্রিকেটারদের আইপিএলে খেলার কথা, তারা বাংলাদেশ ও পাকিস্তান সফরে আসবেন না। যদিও বিশ্বকাপ ও ভারত সিরিজের জন্য নিউজিল্যান্ড পূর্ণ শক্তির স্কোয়াড সাজিয়েছে। সেই দলে আছেন উইলিয়ামসন, বোল্ট, সাউদির মত বড় তারকাদের সবাই।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপটেম্বর। এরপর যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপটেম্বর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের মতই এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।
দেখে নিন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টিমের কোন কোন ক্রিকেটার থাকছেনঃ
- টম ল্যাথাম (অধিনায়ক)
- ফিন অ্যালাম
- হামিশ ব্যানেট
- টম ব্লানডেল
- ডগ ব্রেসওয়েল
- কলিন ডি গ্র্যান্ডহোম
- জ্যাকব ডাফি
- স্কট কুগেলেইন
- কোল ম্যাককনকি
- হেনরি নিকোলস
- আজাজ পেটেল
- রাচিন রবীন্দ্র
- বেন সিয়ারস
- উইল ইয়ং
- ব্লেয়ার টিকনার