বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার Best 10 টি ওয়েবসাইট 2022

একটি লেখা কি শুধুমাত্র লেখনীর জোরেই পাঠকদের নজর কাড়ে? যদি এ যুগের হিসেবে উত্তর দিতে যাই তাহলে বলতে হয় ,বর্তমান সময়ে নিজের লেখার মান বৃদ্ধির জন্য লেখার সাথে মানানসই ছবি যোগ করার যথেষ্ট গুরুত্ব রয়েছে । বিশেষ করে যারা নিয়মিতভাবে ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে থাকেন,তাদেরকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে প্রতিটি ব্লগে লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি যোগ করতে হয়, যাতে করে যারা ওয়েবসাইটে ভিজিট করবে,তারা ব্লগগুলো পড়তে আগ্রহবোধ করে।শুধুমাত্র ব্লগই নয়, যারা সোশাল মিডিয়াতে নিজেদের ব্যবসার মার্কেটিং করতে চান, তাদেরকেও কিন্তু অনেক সময় লেখার সাথে বিভিন্ন ছবি বা ইলাস্ট্রেশন যোগ করতে হয়৷ তবে ছবি বা ইলাস্ট্রেশন যেটিই নিজেদের কাজে ব্যবহার করুননা কেন, একটি বিশেষ শর্ত সবাইকে মেনে চলতে হয়। বলতে পারেন সেটি কী? সেটি হলো কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করা। অনেকেই হয়তো জানেননা যে কপিরাইট ফ্রি ছবি ব্যবহার না করলে নিজের ওয়েবসাইটের ক্ষতি তো হয়ই, এমনকি ক্ষেত্রবিশেষে আইনি ঝামেলায় পড়ারও আশংকা থাকে। সুতরাং নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গিয়েছেন, যদি নিজের ওয়েবসাইট বা ব্লগে ছবি যুক্ত করতেই হয়, সে ছবিগুলো অবশ্যই হতে হবে কপিরাইট ফ্রি। 

এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, কপিরাইট ফ্রি ছবি আবার কোনগুলো এবং এগুলো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে আর কোন ঝুঁকি থাকবেনা৷ কোনো চিন্তা নেই! কারণ আজ আমি কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য বেস্ট ১০টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যেগুলো থেকে ডাউনলোড করা ছবি ব্যবহার করলে আপনার ওয়েবসাইট থাকবে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ! 

কপিরাইট ফ্রি ছবি বলতে কী বোঝায়? 

অনেক সময় দেখা যায়, বিভিন্ন ছবি এবং ইলাস্ট্রেশন ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এই নিষেধাজ্ঞাটি কপিরাইট নামে পরিচিত। এ কপিরাইটজনিত সমস্যা থাকার কারণে দেখা যায় ,অনেক সময়েই নিজের পছন্দমতো ছবি ডাউনলোড করে সেটিকে লেখার মধ্যে যোগ করা যায়না । 

এখন বলুন তো, কপিরাইটজনিত সমস্যার কারণে কি ছবি ডাউনলোড করা থেমে থাকবে ? কখনোই নয় ৷ বরং এখন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পছন্দমতো ছবি ডাউনলোড করে নিতে পারবেন কপিরাইটজনিত ঝক্কিতে না জড়িয়েই। কপিরাইট ফ্রি ছবির কালেকশনবিশিষ্ট বেস্ট ১০ টি ওয়েবসাইট হলো –

০১। Pixabay

০২। Stockvault

০৩। Gratisography

০৪।Unsplash

০৫।Morguefile

০৬।Pikiwizard

০৭।Freepik

০৮।Stocksnap

০৯ Pexels

১০।Canva

গুগলের মাধ্যমে কি কপিরাইটবিহীন ছবি ডাউনলোড করা সম্ভব?

তথ্য খোঁজার জন্য আমাদের প্রত্যেকের কাছেই অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে গুগল। অনেকে রয়েছেন যারা শুধু তথ্য খুঁজতেই নয়, বরং নিজের পছন্দসই ছবি খুঁজে পেতেও কিন্তু গুগলের সাহায্য নিয়ে থাকেন। যদি স্পেসিফিক কোনো ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে না চান , তাহলে গুগলের সাহায্য নিতে পারেন৷অনেকেই হয়তো জানেননা গুগলের ইমেজ সার্চের মাধ্যমে চাইলে খুব সহজেই বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারেন। 

গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে প্রথমে গুগল ইমেজের সার্চবারে যে বিষয়ক ছবি ডাউনলোড করতে চান সেটির কিওয়ার্ড সঠিকভাবে লিখুন৷ এরপর সার্চবারের কোনার সেটিংস নামের যে আইকনটি রয়েছে ক্লিক করে অ্যাডভান্সড সার্চ অপশনটি সিলেক্ট করুন৷ এরপর নিচে স্ক্রল করে ইউসেজ রাইট এ ক্লিক করে  “ফ্রি টু ইউজ অর শেয়ার, ইভেন কমার্শিয়ালি ” নামক অপশনটি সিলেক্ট করুন । এরপর অ্যাডভান্সড সার্চ নামক বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন সার্চ রেজাল্টে কয়েক সেকেন্ডই কপিরাইট ফ্রি ছবি শো করছে ৷ তারপর সেখান থেকে নিজের পছন্দমতো ছবি ডাউনলোড করে নিন ৷ 

কপিরাইট ছাড়া ভিডিও এবং ছবি ডাউনলোড করার Best ১০ টি ওয়েবসাইট 

 গুগল থেকে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার প্রসেস সম্পর্কে তো জানলেন। কিন্তু এমন হতেই পারে গুগলের সার্চ রেজাল্টের কপিরাইট ফ্রি ছবিগুলো আপনার পছন্দসই হলোনা৷ আবার অনেক সময় গুগল থেকে ডাউনলোড করা ছবি ব্যবহারের ফলেও সাইটের ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এই ক্ষেত্রে আমার সাজেশন হলো নিচে উল্লেখ করা ওয়েবসাইটগুলোর সাহায্য নিতে। কারণ এই ওয়েবসাইটগুলো থেকে বিনামূল্যে ভালো রেজুলেশনের কপিরাইট ফ্রি ছবি,ভেক্টর কিংবা ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন।তাহলে চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক সেই ওয়েবসাইটগুলো সম্পর্কে  –

০১। Pixabay 

বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য Pixabay নামক ওয়েবসাইটটির জনপ্রিয়তা এখন শীর্ষে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় কোন ওয়েবসাইটটি থেকে আমি চোখ বন্ধ করে ছবি ডাউনলোড করতে পারবো তাহলে আমি Pixabay এর নাম বলবো সবার আগে। ছবি বলুন কিংবা ইলাস্ট্রেশন- এখানে পেয়ে যাবেন সবকিছুই। 

ওয়েবসাইটটির ইন্টারফেসও আমার কাছে বেশ ভালো লাগে। যদি নিজের ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে নেন, তাহলে সমৃদ্ধ এই ওয়েবসাইটটি থেকে নিজেদের ইচ্ছামতো ছবি,ভেক্টর কিংবা ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন কন্ট্রিবিউটদের ক্রেডিট দেয়া ছাড়াই। এর পাশাপাশি এই ওয়েবসাইটের অন্যতম সুবিধা হলো চাইলে নিজের সুবিধামতো ছবির রেজুলেশন সিলেক্ট করে সেটি ডাউনলোড করতে পারবেন। তাই যারা ব্লগিং করেন, তাদের জন্য Pixabay হতে পারে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য পছন্দের ওয়েবসাইটগুলোর একটি। 

০২। Stockvault 

Stockvault আমার পছন্দের ওয়েবসাইটগুলোর তালিকায় অবস্থান করছে শুরুর দিকেই। কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার এ ওয়েবসাইটটি তুলনামূলক নতুন হলেও এটির ফ্রি ছবির কালেকশনের কোয়ালিটি খুবই উন্নত বলা যায়। Pixabay এর মতো এ ওয়েবসাইটটি থেকেও সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ছবি কিংবা ইলাস্ট্রেশন ডাউনলোড করতে পারবেন ৷ 

০৩।Gratisography

কপিরাইট ফ্রি ছবি তো বিভিন্ন ওয়েবসাইটেই পাওয়া যায় ৷ কিন্তু অনেকেই নিজেদের ব্যবহারের জন্য ইউনিক ধরণের ছবি চান, যেগুলো বেশিরভাগ ফ্রি ওয়েবসাইটেই পাওয়া যায়না। এদিক থেকে Gratisography বেশ আলাদাই বলা চলে। বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার সুবিধা প্রদান করার এ ওয়েবসাইটটি দাবি করে থাকে তারা অন্যান্য ওয়েবসাইটগুলোর মতো হাজার হাজার ছবির কালেকশন রাখেনা ঠিকই, কিন্তু তাদের ওয়েবসাইটে থাকা ছবিগুলো অন্য কোন সাইটে পাওয়া যাবেনা৷ সুতরাং যদি কপিরাইট ফ্রি ইউনিক ছবি ডাউনলোড করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এ ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে ভুলবেননা! 

০৪। Unsplash 

কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার আরেকটি সুপরিচিত ওয়েবসাইট Unsplash এর বিশেষত্ব হলো এই সাইটের ছবিগুলোর রেজুলেশন তুলনামূলকভাবে অনেক বেশি। এই সাইটটিতে বিদ্যমান ৩০০,০০০ এরও বেশি হাই রেজুলেশনের ছবি থেকে খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে নিজের পছন্দমতো কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি সুবিধা হলো নিজেদের ব্লগপোস্টে যোগ করার জন্য যে ছবিগুলো উপযুক্ত মনে হবে সেগুলোর কিওয়ার্ড বাছাই করে এই সাইটে সার্চ করার মাধ্যমে সহজেই সেগুলো ডাউনলোড করতে পারবেন। 

Unsplash এর আরেকটি অন্যতম ভালো দিক হলো, এই সাইট থেকে ডাউনলোড করা ছবি নিজেদের কাজে ব্যবহার করার সময় ছবির মালিককে ক্রেডিট দেয়ার কোনো বাধ্যবাধকতা নেই। একারণেই এই সাইটের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি এবং প্রতিনিয়তই এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বলে রাখা ভালো, এ ওয়েবসাইটের ছবির কালেকশন দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে এবং বর্তমানে কপিরাইট ফ্রি ভিডিওর জন্যেও এই সাইটটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। 

০৫। Morguefile 

Morguefile ওয়েবসাইটটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেননা। এই ওয়েবসাইটে রয়েছে ৩৮০০০০ এরও বেশি কপিরাইট ফ্রি ছবির অসাধারণ কালেকশন। তাই এখান থেকে নিজের ব্লগে বা ব্যবসার কাজে ব্যবহার করার জন্য কপিরাইট ফ্রি ছবিগুলো বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে যারা বিভিন্ন প্রোফেশনাল কাজের জন্য ইউনিক এবং একইসাথে ক্রিয়েটিভ ধরণের ছবি ডাউনলোড করতে চান তাদের জন্য এ ওয়েবসাইটটি একদম পারফেক্ট! 

০৬। Pikwizard 

ব্যক্তিগত কিংবা কমার্শিয়াল কাজে ব্যবহারের জন্য বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করতে পারবেন এ ওয়েবসাইটটি থেকে৷ এ ওয়েবসাইটটি কিন্তু অন্যান্য সাইটের চেয়ে বেশ আলাদা । কারণ এ ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোডের পাশাপাশি ছবিটি এডিট করারও সুযোগ রয়েছে৷ তাই চাইলে এ সাইটটি থেকে নিজের পছন্দমতো যেকোনো ছবি এডিট করে তারপর সেটি ডাউনলোড করতে পারবেন। 

০৭। Freepik 

Freepik এর নাম নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছেন। এটি এমন একটি ওয়েবসাইট যেটি ইউজারদের ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরণের অ্যাকাউন্টই অফার করে। শুধুমাত্র ছবির জন্যেই নয়, Freepik আইকন এবং ভেক্টর এ দুটির জন্যেও সবার কাছে সমাদৃত। তবে Freepik থেকে বিনামূল্যে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে একটি বিষয় সবার মাথায় রাখা আবশ্যক। সেটি হলো আপনাকে অবশ্যই এই ছবিগুলো কোথাও ব্যবহার কর‍তে গেলে ক্রেডিট দিতে হবে। 

০৮। Stocksnap 

Stocksnap এর একটি ভালো দিক হলো এটিতে ছবি ডাউনলোডের কাজকে আরেকটু সহজ করে তোলার জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরি। তাই এ ক্যাটাগরিগুলো থেকে ভালো রেজুলেশনের কপিরাইট ফ্রি ছবি বিনামূল্যে ডাউনলোড করতে চাইলে এ ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে পারেন চোখ বন্ধ করে। পাশাপাশি  ওয়েবসাইটের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি হওয়ায় কারো সহায়তা ছাড়াই নিজের পছন্দের ছবিটি ডাউনলোড করতে পারবেন৷ 

০৯। Pexels 

কপিরাইট ফ্রি ছবি বিনামূল্যে ডাউনলোড করার জন্য Pexels ওয়েবসাইটটি বেশ জনপ্রিয়। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের এই ওয়েবসাইটটিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কপিরাইট ফ্রি ছবি সহজেই ডাউনলোড করার সুবিধা। যদি ছবির মালিককে ক্রেডিট দেয়া নিয়ে বলতে চাই, তাহলে বলতে হয় এই সাইটটি থেকে ডাউনলোড করা ছবি আপনি চাইলে ক্রেডিট না দিয়েই ব্যবহার করতে পারবেন, তবে যদি কেউ স্বেচ্ছায় ক্রেডিট দিতে চান, সেক্ষেত্রে কোন অসুবিধা নেই। 

১০। Canva 

আজকালকার দিনে Canva এর নাম শোনেননি এমন মানুষ পাওয়া কঠিন৷ Canva মূলত গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজকে সহজ করে তোলার ওয়েবসাইট হলেও এই সাইটে কিন্তু কপিরাইট ফ্রি ছবির কালেকশনও বিদ্যমান রয়েছে৷ তাই যদি নিজেদের ব্লগিংয়ের কাজে কিংবা বিজনেস মার্কেটিংয়ের কাজে কপিরাইটবিহীন ছবির দরকার হয়, তাহলে ক্যানভাতে থাকা স্টক ছবিগুলো ব্যবহার করে দেখতে পারেন।  

পরিশেষে বলতে চাই, ওয়েবসাইটে যেকোনো লেখায় ছবি যুক্ত করার সময় অবশ্যই কপিরাইট ফ্রি ছবিগুলো বেছে নেবেন। নতুবা ওয়েবসাইটে কপিরাইট স্ট্রাইক হতে পারে, পাশাপাশি আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনাও রয়েছে। আশা করি যারা নতুন ব্লগিং শুরু করছেন তারা এ বিষয়টি গুরুত্বের সাথে মাথায় রাখবেন ৷ 

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং কি? নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

আরো পড়ুনঃ ভিডিও এডিটিং করে মাসে ১০০০ ডলার আয় করতে চান? তাহলে জেনে নিন ২০২২ সালের Best 5 টি ভিডিও এডিটিং সফটওয়্যার কোনগুলো

Leave a Comment