“ইংরেজি শেখার সহজ উপায় কি কি? কিভাবে অল্প সময়েই ইংরেজিতে দক্ষ হওয়া যায়? “এ প্রশ্নগুলো খুব পরিচিত লাগছে তাইনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও খুঁজি, আবার যারা ইংরেজিতে দক্ষ তাদেরকেও প্রশ্ন করে থাকি।
কেন জানেন? কারণ বিশ্বের সবথেকে পরিচিত ভাষাগুলোর মধ্যে একটি ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত কথ্য ভাষা । এই ভাষাটির নাম শোনেননি এমন মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কিনা তা বলা মুশকিল। বর্তমান সময়ে স্কুল-কলেজ- বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিন্তু ইংরেজিতেই হয়ে থাকে। আবার এখন বেশিরভাগ চাকরির ইন্টারভিউ দিতে গেলে সেক্ষেত্রেও ইন্টারভিউয়ারদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়। কেননা, বর্তমানে চাকরির ইন্টারভিউ দিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে প্রশ্ন করা হয় যারা ইন্টারভিউ দিতে আসেন তাদের ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের জন্য।
তাই বলা যায় ইংরেজি শেখার সহজ উপায় জানা সবার জন্যই অত্যন্ত জরুরি।কারণ আপনি যদি এই ভাষাটিতে সঠিক উচ্চারণে অনর্গল কথা বলতে পারেন,তাহলে আপনাকে ইংরেজিতে পারদর্শী হিসেবে সবাই বিবেচনা করবে। আমাদের আশেপাশেই এমন ব্যক্তি রয়েছে যারা ইংরেজিতে অনেক পারদর্শী। তারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, পাশাপাশি ইংরেজিতে তাদের রাইটিং স্কিল অনেক চমৎকার।
আজকের ইন্টারনেটের যুগে যে কেউ বাড়িতে বসেই ইংরেজি শিখতে পারেন। ইংরেজি শিখতে এই ভাষা রপ্ত করার আগ্রহ ও চেষ্টা থাকা আবশ্যক। এটি মনে রাখতে হবে যে, আপনি কখনোই এক রাতের ব্যবধানে ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেননা। এর প্রধান একটি কারণ হলো আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি, আমাদের ইংরেজি ভোকাবুলারি অনেক সময় বেশ ভালো হলেও ইংরেজিতে কথা বলতে গেলেই আমরা আটকে যাই। শুধু তা-ই নয়,অনেকেই আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা সুন্দর করে গুছিয়ে লিখে যেতে পারবো।কিন্তু মুখ খুলে ইংরেজি বলার চেষ্টা করলে হয়তো আমরা অনেকেই গুছিয়ে বলতে পারিনা। যার ফলে আমাদের বেশির ভাগেরই নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
তাহলে কি করলে এ সমস্যার সমাধান পাবেন? এক্ষেত্রে সমাধান একটিই। সেটি হলো ইংরেজিতে দক্ষতা বাড়ানো। কিন্তু কিভাবে? সত্যি বলতে ইংরেজি শেখার সহজ উপায় রয়েছে যেগুলো অনুসরণ করে নিজের ঘরে বসেই ইংরেজিতে পারদর্শী হওয়া সম্ভব। এখন অবশ্যই ভাবছেন কি হতে পারে সেই উপায় গুলো। সেই উপায়গুলো খুঁজতে অন্য কোথাও যেতে হবেনা কারণ আজ আমি ৭টি দারুণ কার্যকরী ইংরেজি শেখার উপায় নিয়ে আলোচনা করবো, যেগুলো নিয়মিত ফলো করলে আপনিও হয়ে উঠবেন ইংরেজির বস।
৭টি সুপার ইফেকটিভ ইংরেজি শেখার সহজ উপায়
আমি শুরুতেই একটি কথা বলে নিতে চাই, সেটি হলো যেকোনো একটি ভাষা রপ্ত করার জন্য পেছনে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয় ও ধাপে ধাপে শিখতে হয় যেন যতটুকু শিখেছেন সেটুকু কোনভাবে ভুলে যাওয়ার সুযোগ না থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত চর্চা করা হলে কয়েক মাসের মধ্যেই যেকোনো একটি ভাষায় মোটামুটি দক্ষ হয়ে ওঠা সম্ভব। তাই আমি এখন যে সাতটি ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে কথা বলবো সেগুলোর কোনোটিই কিন্তু নিয়মিত প্র্যাকটিস ছাড়া কাজ করবে না। তাই যদি এগুলো ফলো করতে চান, তাহলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এ বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। চলুন আর দেরি না করে জেনে আসা যাক সেই সাতটি ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে।
১। বেশি বেশি ইংরেজি শোনা
মনে আছে ছোটকালে মায়ের মুখ থেকে বাংলা শোনার পর একটু একটু করে যে বাংলা বলতে ও লিখতে শেখা শুরু করেছিলেন? ইংরেজি শেখার জন্যেও এটি প্রযোজ্য। এ কারণে ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে আমি প্রথমে পরামর্শ দেবো বেশি বেশি ইংরেজি শুনতে ।
এখন প্রশ্ন হলো ইংরেজি কোথা থেকে শুনবেন? ইংরেজি শোনার জন্য ইংরেজি মুভি এবং সিরিজ দেখতে পারেন। এই মুভি কিংবা সিরিজ গুলো দেখার জন্য বেছে নিতে পারেন নেটফ্লিক্স, এইচবিও, আমাজন কিংবা অন্য কোনো সাবস্ক্রিপশন অথবা চাইলে অনলাইনের বিভিন্ন সাইটের সাহায্যেও এগুলো ডাউনলোড করে দেখতে পারেন। ইংরেজি শেখার জন্য এটি বর্তমানে অত্যন্ত সহজ একটি উপায়।
এই অভ্যাস শুধু আমাদের ইংরেজি শব্দভাণ্ডার বাড়ায়না, বরং এটি ইংরেজিতে কথা বলতে ও লিখতেও সহজ করে দেয় ।কারণ এই মুভি বা সিরিজগুলো দেখার মাধ্যমে অনেক নতুন নতুন ইংরেজি শব্দের সাথে পরিচিত হওয়া সম্ভব হয়। পাশাপাশি ইংরেজিতে কথা বলার সময় আমরা কিভাবে আরো গুছিয়ে কথা বলতে পারি সেটিও শেখা যায়।
আবার ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে ইংরেজি টিভি নিউজ চ্যানেল যেমন বিবিসি, সিএনএন সহ অন্যান্য ইংরেজি ভাষার নিউজ নিয়মিত শোনা যেতে পারে। এতেও কিন্তু অনেক দ্রুত ইংরেজি শেখা সম্ভব হয।
২। ইংরেজিতে চিন্তা করতে শেখা
আমরা যখন কারো সাথে ইংরেজিতে কথা বলবো তার আগে অবশ্যই মনে মনে ভেবে ইংরেজিতে সাজিয়ে নেবো যে ঠিক কি বলতে চাই। বেশিরভাগ সময় আমরা যে জিনিসটি ভুল করি সেটি হল বাংলায় ভেবে ইংরেজিতে অনুবাদ করা। এর ফলে আমাদের কথা বলার সময় ফ্লুয়েন্সি কমে আসে। এইজন্যে যখন আমরা ইংরেজিতে কথা বলব আমাদের অবশ্যই মনে মনে সেই কথাগুলো ইংরেজিতে করতে হবে।
৩। বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা
ইংরেজি শেখার জন্য বন্ধুদের সাথে কথা বলা অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। এটি ইংরেজি শেখার সহজ উপায় গুলোর মধ্যে অন্যতম। আপনার ফ্রেন্ড সার্কেলে অবশ্যই এমন কোন বন্ধু আছে যে ভালো ইংরেজি বলতে পারে। আপনি চাইলে তার সাথে দৈনিকভিত্তিতে ইংরেজিতে কথা বলতে পারেন। তাদের সাথে ছোট ছোট বাক্য ব্যবহার করে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এতে আপনার কথা বলার সময় জড়তা কমে আসবে। পাশাপাশি এটি করলে যে নতুন নতুন ইংরেজি শব্দ শিখেছেন সেগুলো প্র্যাকটিস করাও সম্ভব হবে। আবার কথা বলতে কোথাও আটকে গেলে সেই বন্ধুই আপনাকে আপনার ভুল ধরিয়ে দিতে পারবে। এমনকি নতুন নতুন শব্দের সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে। এইভাবে আপনি খুব সহজেই বিভিন্ন ব্যক্তির সাথে ইংরেজিতে কথা বলা শিখে নিতে পারবেন।
৪। ইংরেজি সমার্থক শব্দ ব্যবহার করা
আমরা সচরাচর যেসব ইংরেজি শব্দ ব্যবহার করি সেগুলোর বাইরেও এ শব্দগুলোর আরো সমার্থক শব্দ রয়েছে। ইংরেজি ভালোভাবে শেখার জন্য সেসব সমার্থক শব্দ সম্পর্কেও ধারণা রাখতে হবে। এতে অন্য কোন ব্যক্তি যখন ইংরেজিতে কথা বলবে তখন তার কথা সহজেই বুঝতে পারা যাবে।
এটির জন্য বাজারে ভোকাবুলারির যেসব বই গুলো রয়েছে সেখানে ইংরেজি শব্দের সমার্থক শব্দের অনেক বই পাবেন। দৈনিক কিছু সময় এ সমার্থক শব্দগুলো পড়তে পারলে একটা সময় পর ইংরেজি শব্দের বিশাল জ্ঞান ভান্ডার অর্জন করা সম্ভব। কি? ইংরেজি শেখার সহজ উপায় গুলো খুব সহজ লাগছে তাইনা?
৫। ইংরেজি গান গাওয়ার চেষ্টা করা
আমি জানি এ কথাটি অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু ইংরেজি বলার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য ইংরেজি গান গাওয়ার চেষ্টা করা বেশ ভালো ফল দেয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক ইংরেজি গান শুনি। শুধু তাই নয় গান গাওয়ার চেষ্টা করে থাকি। সুরে সুরে গান গেয়ে যার মাধ্যমে ইংরেজি বলার এবং শেখার প্র্যাক্টিস ইংরেজিতে ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করে। এর সবথেকে বড় সুবিধা হচ্ছে ইংরেজি শব্দের উচ্চারণ শেখাও আরো সহজ হয়ে যায়। তাই এটি আসলেই একটি ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে পরিচিত।
৬। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা
আমাদের ইংরেজী বলার বাচন ভঙ্গি দেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করা যেতে পারে। যখন যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবো, তখন নিজেদের ছোটখাটো ভুলগুলো বুঝতে পারব। এতে নিজেদের জড়তা কাটানোর ভালো সুযোগ হবে ও কনফিডেন্স বাড়বে নিশ্চিতভাবেই৷
৭। কথা বলতে গেলে গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা
ইংরেজিতে কথা বলার সময় আমরা বেশির ভাগই গ্রামার নিয়ে চিন্তিত থাকি। এ চিন্তা থেকে আমরা আরো বেশি ভুল করে ইংরেজি বলি। এক্ষেত্রে সাজেশন হচ্ছে, প্র্যাকটিসের সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানো যাবেনা। কারণ নিয়মিত প্র্যাকটিস করতে করতে ভুলের পরিমাণ কমে আসবে। গ্রামারের কথা ভেবে যদি বলা থামিয়ে দিয়ে তবে ফ্লুয়েন্সি কখনোই আসবেনা। এটি ইংরেজি শেখার সহজ উপায় ।
পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে জানতে পড়ুনঃ অল্প পরিশ্রমে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান? জেনে নিন 12 টি দারুন Effective পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে
কিছু সিক্রেট টিপস
ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে তো জানালাম। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেগুলো অনুসরণ করতে পারেন।
- আপনি প্রতিদিন সকালে সর্বনিম্ন পাঁচ পাতা ইংরেজি বই পড়তে পারেন। এতে ইংরেজির রিডিং স্কিল বাড়বে এবং ইংরেজি বুঝতে পারার স্কিলও বৃদ্ধি পাবে।
- প্রতিদিন ইংরেজি নিউজ পেপার গুলো পড়লে অনেক শব্দ শেখা সম্ভব হয়। শুধু তাই নয় ইংরেজিতে বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইংরেজি নিউজ পেপার এর পাশাপাশি আপনি বিভিন্ন ওয়েবসাইটের ইংরেজি ব্লগ পড়তে পারেন। সবচেয়ে ভালো হয় যদি একটি ব্লগ বা একটি নিউজ পড়ার পর সেটি থেকে আপনি কতটুকু বুঝতে পারলেন সেটি সামারি আকারে খাতায় বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখতে পারলে।
- দৈনিক একটি বা দুটি করে ইংরেজি ভিডিও দেখার অভ্যাস করুন। এতে করে আপনার ইংরেজি ভাষার সাথে পরিচিতি বাড়বে যা ইংরেজি শেখার পদ্ধতি আরো সুগম করে তুলবে।
- Tense, Parts of speech, Idiom and phrase ইত্যাদি কিছু গ্রামার কনটেন্টের বেসিক ক্লিয়ার করুন। মনে রাখবেন যদি আপনি ইংলিশ গ্রামারে ভালো হয়ে থাকেন, তাহলে ইংরেজি রাইটিং স্কিল অনেক বাড়বে।
- ইংরেজিতে কোনো কিছু পড়ার সময় জোরে জোরে পড়ুন নিজের উচ্চারণ যাচাই এর জন্য।
- বর্তমানে বাজারে ইংরেজি শেখার জন্য বিভিন্ন বই বের হয়েছে। এগুলো অনুসরণ করতে পারেন।
- বর্তমান মোবাইলের যুগে ইংরেজি শেখার বিভিন্ন অ্যাপস বের হয়েছে। এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন।
- ইংরেজিতে নিজেকে বেশি দুর্বল মনে হলে কোন ইনস্টিটিউট অথবা কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন।
এটুকুই ছিলো ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস!
ইংরেজি শেখার কয়েকটি দারুণ ওয়েবসাইট
বর্তমানে ইন্টারনেটের যুগে ইংরেজি শেখার সহজ উপায় হিসেবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিতে পারে। এই ওয়েবসাইটগুলোতে ভিডিও, অডিও এবং অনুশীলন করার জন্য বিভিন্ন ফিচারস থাকে। বর্তমানে এই ওয়েবসাইটগুলো দিন দিন জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ইংরেজি শেখার জন্য –
- My Vocabulary
- Learn English
- Talk English
- Audio English
- Fun Easy English
- Ellloelllo
- Go 4 English
- Lang-8
- Focus English
- English Communications
- Your English Online
শেষ কথা
ইংরেজি শেখার সহজ উপায় জানার পরেও অনেকেরই ইংরেজির প্রতি দুর্বলতা বা ভয় কাজ করে। এটি কমাতে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা উচিৎ এবং সে অনুযায়ী আগানো উচিৎ। লক্ষ্যগুলো এমন হতে পারে-
- আপনি নিউইয়র্ক টাইমসের যে কোন আর্টিকেল আগামী কয়েক মাসের মধ্যে পড়তে সক্ষম হবেন।
- আগামী 6 মাসের মধ্যে আইএলটিএস ভালো স্কোর করবেন।
- আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন।
- বিভিন্ন ইংরেজি কন্টেন্ট লেখার প্র্যাকটিস করবেন।
এটুকুই ছিলো ইংরেজি শেখার সহজ উপায় নিয়ে আজকের আলোচনা।পরিশেষে এটুকু বলতে পারি যে কোনোভাবেই হাল ছাড়া যাবেনা। ইংরেজি বলা এবং লেখা শেখার জন্য ইংরেজি গ্রামারের ওপর নজর দিতে হবে। পাশাপাশি প্রত্যেকদিন ইংলিশ বলার এবং লেখার অভ্যাস চালিয়ে যেতে হবে। আপনার লক্ষ্যের সাথে পরিকল্পনা অনুযায়ী ইংরেজি শিখতে থাকুন। সে লক্ষ্য অনুযায়ী ইংরেজি রিসোর্স খুঁজুন। এভাবে আপনি ইংরেজি পড়তে যত বেশি অনুপ্রাণিত হবেন তত সহজে ইংরেজি শিখতে পারবেন।
আর্টিকেলটি ভালো লাগলে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজ থেকে!