ব্লগিং নিশ – এ কথাটি যারা ব্লগিং ক্যারিয়ারের সাথে যুক্ত তারা নিশ্চয়ই শুনেছেন। বর্তমানে আমরা অনেকেই নিজেদের লেখালেখির আগ্রহ থেকে অথবা পেশা হিসেবে ওয়েবসাইট ভিত্তিক ব্লগিং শুরু করতে চাই। এক্সপার্টরা ব্লগিং নিশকে একটি ওয়েবসাইটের সাকসেস ইন্ডিকেটর হিসেবে চিহ্নিত করে থাকেন। বিষয়টি আসলেও সত্য। কারণ একটি ব্লগ সাকসেসফুল হবে কিনা সেটি অনেকটুকুই নির্ভর করে আপনার ব্লগিং নিশ সিলেকশনের ওপর।
যদি আপনার ব্লগিং নিশ সিলেকশন সঠিক হয় তাহলে আপনার ওয়েবসাইটে যেমন ভিজিটরের সংখ্যা বাড়বে, তেমনি ভাবে কিন্তু নিজের ইনকামের পরিমাণ বিভিন্নভাবে বাড়াতে পারবেন।
তবে যারা একদম নতুন, তারা কিন্তু এক্ষেত্রে একটি ভুল শুরুর দিকেই করে থাকেন। সেটি হলো তারা নিশ সম্পর্কে না ভালোমতো না জেনে, রিসার্চ না করে নিজের ইচ্ছামতো যেকোনো একটি নিশ নিয়ে কাজ করা শুরু করেন।
ফলস্বরূপ কি হয় জানেন? তাদের ব্লগ তো সাকসেসফুল হয়ই না, বরং নতুন ব্লগাররা কয়েকদিন পর ব্লগিং করার উৎসাহই হারিয়ে ফেলেন।
এমন যেন কারো সাথেই না হয় সেকারণে বিশেষ করে নতুনদের কথা মাথায় রেখে আজকের লেখায় আমি আলোচনা করবো 2022 সালের বেস্ট দশটি ব্লগিং নিশ নিয়ে। এই নিশগুলো সম্পর্কে জানতে পারলে আপনারা খুব সহজেই এগুলোর মধ্যে থেকে যে কোন একটি নিশ বেছে নিয়ে নিজেদের ব্লগে লিখতে পারবেন।
ব্লগিং নিশ কী ও এটি কত প্রকার?
বেস্ট ব্লগিং নিশ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে এই নিশ বলতে আসলে কি বোঝায়। নিশ বলতে স্পেসিফিক একটি ক্যাটাগরি বা প্রকারকে বোঝানো হয়ে থাকে। যদি আপনি একটি ওয়েবসাইটে ব্লগ লেখার জন্য টপিক খুঁজতে যান, তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন টপিকেই আপনি চাইলে লিখতে পারেন। যেমনঃ স্বাস্থ্য, টেকনোলজি, লাইফস্টাইল, বিউটি টিপস ইত্যাদি। এই একেকটি টপিকে একেকটি নিশ বলা হয়ে থাকে।
যদি আমি আরেকটু ভেঙ্গে বলতে যাই, তাহলে বলতে হয় এই ব্লগিং নিস মূলত দুই প্রকার। একটি হলো মাইক্রো নিশ ব্লগ। মাইক্রোনিশ ব্লগে সাধারণত একটি নিশের ওপর ভিত্তি করে সেই নিশরিলেটেড যাবতীয় টপিকের ওপর আর্টিকেল পোস্ট করা হয়ে থাকে। দ্বিতীয়টি হলো মাল্টি নিশ ব্লগ। মাল্টি নিশ ব্লগে একাধিক নিশরিলেটেড বিভিন্ন টপিকের উপর আর্টিকেল পোস্ট করা হয়ে থাকে।
আপনাদের সুবিধার জন্য আমি একটি উদাহরণের সাহায্যে এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ধরুন আপনি একটি ব্লগ ওয়েবসাইটে ভিজিট করলেন। সেই সাইটে আপনি দেখতে পেলেন অনলাইনে আয় করার উপায় সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল রয়েছে এবং ওয়েবসাইটটিতে অন্য কোন টপিক সম্পর্কিত কোন আর্টিকেল পোস্ট করা নেই। এক্ষেত্রে সে ওয়েবসাইটটি একটি মাইক্রোনিশ ব্লগ সাইট এবং ওয়েবসাইটটির নিশ হলো অনলাইন ইনকাম।
আবার আপনি যদি আমাদের টেক একাত্তরের ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে দেখতে পাবেন, এই ওয়েবসাইটে বিভিন্ন নিশ, যেমনঃ হেলথ, অনলাইন ইনকাম, বিজনেস, উদ্যোক্তা ইত্যাদির ওপর বিভিন্ন আর্টিকেল পোস্ট করা হয়েছে। তাই টেক একাত্তর একটি মাল্টি নিশ ব্লগ সাইট।
আশা করি আপনারা ব্লগিং নিশ ও এর প্রকারভেদ সম্পর্কে পরিষ্কার আইডিয়া পেয়ে গিয়েছেন। এখন আমি জনপ্রিয়তার দিকটি একটু বলি। বর্তমানে মাইক্রো নিশ ব্লগ কিংবা মাল্টি নিশ ব্লগ – দুই ধরনের ব্লগই সমানভাবে জনপ্রিয়।
ব্লগিং নিশ সিলেক্ট করা কেন প্রয়োজন?
ব্লগিং নিশ কি এবং এর প্রকারভেদ সম্পর্কে তো জানলেন। এবার আমি আপনাদেরকে জানাবো ব্লগিং নিশ সিলেক্ট করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ব্লগিং ক্যারিয়ার সাকসেসফুল করার জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হলো শুরুতেই একটি সঠিক ব্লগিং নিশ সিলেক্ট করে নেওয়া। কেননা নিশ সিলেকশনের মাধ্যমে টার্গেটেড রিডারদেরকে ফোকাস করে ব্লগে নিয়মিতভাবে আর্টিকেল পোস্ট করা যায়।
এর ফলে সাইটে বেশি বেশি ভিজিটর পাওয়া সম্ভব হয়, যা পরবর্তীতে নিজের ইনকাম বাড়াতেও সাহায্য করে। আপনার মাইক্রো নিশ ব্লগ থাকুক বা মাল্টি নিশ ব্লগ, প্রতিটি ব্লগে কাজ করার শুরুতেই কোন ধরণের নিশ নিয়ে এগোবেন সেই সিলেকশন সাকসেস এনে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে।
শুধু ব্লগারদের ব্যাপারেই বলছি কেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, তাদের জন্য তো ব্লগিং নিশ সিলেক্ট করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ তারা অ্যাফিলিয়েট মার্কেটিং সাকসেসফুল করার জন্য শুরুতে একটি নিশ সিলেক্ট করেন এবং পরবর্তীতে সেই নিশ অনুযায়ী তারা তাদের সাইটে কনটেন্ট পোস্ট করেন। নিজেদের জন্য সঠিক নিশ সিলেক্ট করার মাধ্যমেই তাদের বেশি বেশি সেল জেনারেটের মাধ্যমে কমিশন পাওয়া সম্ভব হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্লগিং নিশ সিলেক্ট করা কতটুকু প্রয়োজন।
2022 সালের সেরা ১০ টি ব্লগিং নিশ
এখন আমরা চলে এসেছি আজকের লেখার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে। এখন আমি আপনাদেরকে জানাবো 2022 সালের সেরা দশটি ব্লগিং নিশ সম্পর্কে। এই নিশ গুলো সম্পর্কে জানার পর আপনি চাইলে মাইক্রোনিশ ব্লগ তৈরি করতে পারেন অথবা মাল্টি নিশ ব্লগও তৈরি করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে আসা যাক সেই ব্লগিং নিশ গুলো কী কী।
0১। হেলথ অ্যান্ড ফিটনেস
আগে মানুষ তাদের হেলথ রিলেটেড প্রতিটি প্রবলেম সলভ করার জন্য ডাক্তারের কাছে গেলেও এখন দিন বদলেছে। এখন অনেকেই কিন্তু ইন্টারনেটের ব্লগ কিংবা ইউটিউবের ভিডিওর মাধ্যমে তাদের ছোট ছোট হেলথ রিলেটেড সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। কারণ এমন অনেক ছোট ছোট সমস্যা রয়েছে যেগুলো ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতেই সমাধান করা যায়।
আবার অনেকেই রয়েছেন যারা স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন টিপস, ফিটনেস টিপস বা কিভাবে হেলদি থাকা যায় সে সম্পর্কে জানতে চান। এ কারণে আপনি বাংলা বা ইংলিশ যে ভাষার ব্লগে তৈরি করুন না কেন, হেলথ অ্যান্ড ফিটনেস একটি দারুন প্রফিটেবল ব্লগিং নিশ হতে পারে।
আপনি চাইলে আপনার হেলথ রিলেটেড ব্লগে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে, ফিট থাকার বিভিন্ন টিপস এবং হেলথ এন্ড ফিটনেস রিলেটেড বিভিন্ন টপিকে আর্টিকেল পোস্ট করতে পারেন। যদি আর্টিকেলগুলো সহজ ভাষায় লিখতে পারেন তাহলে কিন্তু ভিজিটর এর অভাব হবে না।
০২। টেকনোলজি
টেকনোলজির এই যুগে যেমন আমাদের জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে, তেমনি ভাবে কিন্তু মানুষের জানার আগ্রহও বৃদ্ধি পেয়েছে এই টেকনোলজি বিষয়টি সম্পর্কে। তাই যদি আপনার এই বিষয়ে আগ্রহ থেকে থাকে এবং আপনি এই বিষয় সর্ম্পকে বিভিন্ন টপিক নিয়ে আর্টিকেল লিখে মানুষকে জানাতে চান, তাহলে আপনি বেছে নিতে পারেন টেকনোলজি ব্লগিং নিশটি।
টেকনোলজি রিলেটেড ব্লগে আপনি বিভিন্ন টেকনোলজির নিউজ, বিভিন্ন নতুন প্রযুক্তি সম্পর্কিত আর্টিকেল অথবা বিভিন্ন টেকনোলজি রিলেটেড সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে সেই বিষয়ক তথ্য বহুল আর্টিকেল পোস্ট করতে পারেন।
০৩। ট্রাভেলিং
ট্রাভেলিং এমন একটি ব্লগিং নিশ যেটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। এর কারণ হলো এখন বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কম খরচে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুযোগ রয়েছে। তাই মানুষ বর্তমানে অনলাইনে ট্রাভেল সম্পর্কিত আর্টিকেল খুঁজে থাকেন।এ কারণে ট্রাভেলিং হতে পারে 2022 সালের একটি দারুন ব্লগিং নিশ।
এক্ষেত্রে যদি আপনি বাংলা ভাষায় ব্লগ লিখে থাকেন, তাহলে আপনি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আর্টিকেল প্রকাশ করতে পারেন। এছাড়াও আপনি যদি ইংলিশ ভাষায় ব্লগ লিখে থাকেন, তাহলে বিভিন্ন দেশের ট্রাভেলিং প্লেস নিয়ে লিখতে পারেন। যদি এসইওর মাধ্যমে আপনি আপনার সাইটকে গুগলে রেংক করাতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে ভালো সংখ্যক ভিজিটর পেতে সক্ষম হবেন।
০৪৷ অনলাইন ইনকাম
অনলাইন ইনকাম এমন একটি ব্লগিং নিস, যেটিতে বাংলা অথবা ইংলিশ যে ভাষাতে ব্লগ লিখুন না কেন, সেটি সাকসেসফুল হওয়ার ভালো চান্স হয়েছে। কারণ বর্তমানে মানুষ বাড়িতে বসে ইনকাম করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে চায়।
তাই চাইলে আপনি অনলাইনে ইনকাম রিলেটেড একটি ব্লগ তৈরি করে সেখানে অনলাইনে কিভাবে ইনকাম করা যায় সে সম্পর্কিত বিভিন্ন ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করতে পারেন। এই অনলাইন ইনকাম নিশ সিলেক্ট করলে আপনি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস ইত্যাদি জনপ্রিয় টপিকগুলোতেও আর্টিকেল লিখতে পারবেন। যেহেতু এই টপিকটি সম্পর্কে এখন অনেক মানুষের আগ্রহ রয়েছে, তাই এই নিশ সিলেক্ট করে সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি।
০৫। এডুকেশন অ্যান্ড জব প্রিপারেশন
এডুকেশন অ্যান্ড জব প্রিপারেশন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম প্রফিটেবল নিশগুলোর একটি। বিশেষ করে করোনাকালীন সময়ে এটির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। তার কারণ হলো করোনাকালীন সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এসাইনমেন্ট দেয়া হতো। এই অ্যাসাইনমেন্টগুলোর উত্তর লিখে সেগুলো দিয়ে এডুকেশন রিলেটেড ব্লগ তৈরি করে অনেকে সাকসেসফুল হয়েছেন।
শুধু অ্যাসাইনমেন্টই নয়, আপনি চাইলে বিভিন্ন ক্লাসের পড়াশোনা রিলেটেড বিভিন্ন ব্লগ আপনার সাইটে প্রকাশ করতে পারেন। এডুকেশন এর পাশাপাশি আপনি বিভিন্ন চাকরির প্রিপারেশন কিভাবে নিতে হয় সেই দিকনির্দেশনাও ব্লগের মাধ্যমে আপনার সাইটে প্রকাশ করতে পারেন।
বর্তমানে এ টপিকগুলো সম্পর্কে অনেক মানুষ সার্চ করে থাকেন অর্থাৎ এই টপিকগুলোর সার্চ ভলিউম অনেক বেশি। তাই চাইলে আপনি এডুকেশন এন্ড জব প্রিপারেশন রিলেটেড ব্লগ তৈরি করতে পারেন। তবে এই রিলেটেড ব্লগ তৈরি করার জন্য আপনাকে পর্যাপ্ত রিসার্চ করে নিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে আপনার ব্লগে প্রকাশ করা প্রতিটি তথ্য যেন সঠিক হয়।
০৬। লাইফস্টাইল
লাইফস্টাইল নামক ব্লগিং নিশটি বাংলা অথবা ইংলিশ যে ভাষাতে ব্লগ তৈরি করে থাকুন না কেন – দুটি ক্ষেত্রেই বেশ ভালো একটি ব্লগিং নিশ। কারণ লাইফস্টাইল নিশে যে টপিকগুলো কভার করা হয় সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়।
যেমনঃ এই নিশে কিভাবে ঘরবাড়ি, রান্নাঘর, আসবাবপত্রের যত্ন নিতে হয়, কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলোকে একটু সহজ করে তোলা যায়, কিভাবে পোশাকের যত্ন নিতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে আর্টিকেল পোস্ট করা হয়। আবার লাইফস্টাইল নিশের আন্ডারে ফ্যাশন, পারসোনাল ডেভেলপমেন্ট, রিলেশনশিপ ইত্যাদি বিষয়েও আর্টিকেল লেখা হয়। তাই আপনার লক্ষ্য যদি হয় মানুষকে সাহায্য করা, তাহলে আপনি এই নিশ সিলেক্ট করতে পারেন অনায়াসেই।
০৭। বিউটি অ্যান্ড মেকআপ টিপস
বর্তমানে নারীদের মধ্যে বিউটি টিপস এবং মেকআপ টিপস – এ দুটি বিষয় নিয়ে আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সাজগোজ নিয়ে আপনার আগ্রহ থাকলে বিউটি অ্যান্ড মেকআপ টিপসকে ব্লগিং নিশ হিসেবে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন৷
এই নিশের ব্লগে মেকআপ ও বিউটি রিলেটেড বিভিন্ন টিপস, স্কিনকেয়ার, মেকআপ প্রোডাক্টস, কিভাবে মেকআপ করতে হয় ইত্যাদি বিষয়ে লিখতে পারেন। বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং ব্লগিং করতে চান, পাশাপাশি যদি স্কিনকেয়ার, বিউটি, মেকআপ নিয়ে আগ্রহ থাকে, তাহলে এই নিশটির চেয়ে পারফেক্ট নিশ আর হতেই পারেনা৷
০৮। চাইল্ড কেয়ার
পরিবারে যখন একটি শিশুর জন্ম হয়, তখন সেই শিশুটিকে নিয়ে সবার আগ্রহের কোনো কমতি থাকে না। একইসাথে সবাই অস্থির হয়ে পড়ে ঠিক কিভাবে শিশুদের যত্ন করলে শিশুটির শারীরিক ও মানসিক গ্রোথ হবে সঠিক ভাবে এটি ভেবে। যেহেতু বর্তমানে টেকনোলজি আর ইন্টারনেটের সহজলভ্যতার যুগ, তাই সবাই কিভাবে শিশুদের যত্ন নেয়া উচিৎ সে বিষয়ে ইন্টারনেটে সার্চ করে থাকে।
এ কারণে বিগত কয়েক বছর ধরেই শিশু পরিচর্চা বা চাইল্ড কেয়ার এই নিশ রিলেটেড ব্লগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলা বা ইংরেজী দুই ধরণের ব্লগের জন্য এটি অনেক প্রফিটেবল একটি নিশ।
তাই আপনি একটি চাইল্ড কেয়ার ব্লগ তৈরি করে সেখানে কিভাবে একদম ছোট বয়সে শিশুদের পরিচর্যা করা উচিত, কিভাবে গরম বা ঠান্ডায় শিশুদের যত্ন নেওয়া উচিত বা বিভিন্ন রোগবালাই সম্পর্কে কিভাবে সচেতন থাকা উচিত ইত্যাদি বিষয়ে বিভিন্ন আর্টিকেল পোস্ট করতে পারেন।
০৯। রিভিউ
ব্লগিং নিশ এর ক্ষেত্রে রিভিউ এমন একটি নিশ, যেটির চাহিদা ব্লগিংয়ের জনপ্রিয়তার শুরু থেকেই ছিল এবং এই জনপ্রিয়তা কখনোই কমবে না। কেননা মানুষ কোন কিছু কেনার আগে, কোন বই পড়ার আগে বা কোন মুভি দেখার আগে সেটির রিভিউ ইন্টারনেটে সার্চ করতে পছন্দ করে।
আর এ কারণেই রিভিউ একটি অত্যন্ত জনপ্রিয় ব্লগিং নিশ। যদি আপনি রিভিউ সম্পর্কিত নিশে ব্লগ তৈরি করতে চান, তাহলে আপনি চাইলে বুক রিভিউ, মুভি রিভিউ, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট রিভিউ বা বিভিন্ন সাধারণ প্রোডাক্টের রিভিউ আর্টিকেল পোস্ট করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার আর্টিকেলগুলো সহজ ভাষায় লেখা হয় এবং যথেষ্ট তথ্যবহুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমান ভিজিটর পেতে পারবেন।
১০। পারসোনাল ফ্রিন্যান্স
ব্লগিং নিশ হিসেবে পার্সোনাল ফিন্যান্স ইংলিশ ভাষার ব্লগগুলোর ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলা ভাষাতে কিন্তু এই বিষয়ক ব্লগ খুব বেশি নেই। কারণ আপনি যদি এই টপিকটিতে এনাফ এক্সপার্ট না হন তাহলে আপনি এই রিলেটেড আর্টিকেল লিখতে পারবেন না। তবে এই নিশটি প্রচুর প্রফিটেবল।
কারণ এখন মানুষ নিজেদের টাকাপয়সার ম্যানেজমেন্ট ঠিক কিভাবে করলে তাদের ফিউচার আরো সুরক্ষিত হবে সে বিষয়ে জানতে আগ্রহী। আর পারসোনাল ফিন্যান্স নিশের ব্লগগুলোতে মানি সেভিংস, মানি ইনভেস্টমেন্ট ইত্যাদি টপিকেই লেখা হয়। তাই যদি এই টপিকে এক্সপার্ট হয়ে থাকেন, এটি বেছে নিতে পারেন।
এটুকুই ছিলো ব্লগিং নিশ নিয়ে আজকের আলোচনা। তবে আপনারা চাইলে এই দশটির বাইরেও নিজেদের পছন্দ বা চাহিদা অনুযায়ী যে কোন একটি নিশ বেছে নিতে পারেন। তবে যে নিশ নিয়েই কাজ করুননা কেন, ব্লগের কন্টেন্টগুলোর কোয়ালিটি নিয়ে কোনোভাবেই আপোষ করবেননা। এতে দেখবেন, সময় নিয়ে হলেও সাফল্যের দেখা মিলবেই!
আর্টিকেলটি ভালো লাগলে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজ থেকে!