ল্যাপটপ বা মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম : চ্যাট জিপিটির অসুবিধা সম্পর্কে জানেন তো?

২০২৩ সালের সবচেয়ে আলোচিত টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন শক্তিশালী চ্যাট বট চ্যাট জিপিটি। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেন এ আই ২০২২ সালের নভেম্বরে এটি সবার ব্যবহারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দেয়। চ্যাট জিপিটি ব্যবহার করে অনেকে বলছেন চ্যাট জিপিটি বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বিজনেসের সফলতা বয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার অনেকে বিপরীতমুখী কথাও বলছেন যে যদি আমরা চ্যাট জিপিটি প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি, তাহলে তা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এসব আলোচনার ভিড়ে যারা এই চ্যাট বটটি সম্পর্কে সেভাবে অবগত নন কিন্তু এটি ব্যবহার করতে চান, তারা জানতে চাইছেন এটি কিভাবে ব্যবহার করতে হয়। আমাদের আজকের লেখাটি কিন্তু তাদের জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদেরকে জানাবো মোবাইল ও পিসিতে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।সাথে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চ্যাট জিপিটির অসুবিধা কি কি সে সম্পর্কে। 

চ্যাট জিপিটি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুন

যারা এখনো চ্যাট জিপিটি সম্পর্কে কিছু জানেন না, তাদের জন্য লেখার শুরুতেই জানিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি সম্পর্কে সাধারণ কিছু তথ্য। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এ আই নামক একটি কোম্পানির তৈরি করা চ্যাটবট যেটিতে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো এই চ্যাটবটটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

অন্যান্য চ্যাটবটের সাথে চ্যাট জিপিটির মূল পার্থক্য হচ্ছে এই চ্যাটবটের জেনারেট করার রেসপন্সগুলো একদম মানুষের অনুরূপ হয়। অর্থাৎ যারা এটি ব্যবহার করেছেন ,তাদের কাছ থেকে জানা যায় তারা যখন এই চ্যাটবটটিকে কোন প্রশ্ন করেন ,তখন যে উত্তরটি পাওয়া যায় সে উত্তরটি দেখলে মনে হয় এটি হয়তো কোন মানুষই লিখেছে। এই চ্যাটবট দিয়ে কোন প্রশ্নের উত্তর পাওয়া ,ট্রানসলেশন ,কোন বড় টেক্সটের সামারি জেনারেট করা ইত্যাদি কাজ খুব সহজেই করা যায়। 

চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানানোর আগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর প্রয়োজন মনে করছি। চলুন আগে সেগুলো জেনে নেয়া যাক। 

 

  • চ্যাট জিপিটি হচ্ছে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল। এই কারণে এই চ্যাট বটটি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারেনা। বরং এটি তৈরি করার সময় এটিতে যে ডেটা ইনপুট করা হয়েছে সেই ডেটার ওপর ভিত্তি করেই চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে আপনারা উত্তর পেয়ে থাকেন। 

 

  • আগে চ্যাট জিপিতে ব্যবহার করার জন্য কোন টাকা খরচ করতে না হলেও বর্তমানে আপনারা চ্যাট জিপিটির ফ্রি ভার্সনের পাশাপাশি একটি পেইড ভার্সন পাবেন। তবে আনন্দের খবর হলো , এই ফ্রি ভার্সনটি বন্ধ করে দেয়ার কোন ঘোষণা এখনো চ্যাট জিপিটির কর্তৃপক্ষ থেকে দেয়া হয়নি। তাই যারা এটি এখনো ব্যবহার করে দেখেননি, তারা চাইলেই এটি ব্যবহার করতে পারেন।

 

  • অনেকেই মনে করেন চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য মনে হয় পিসি কিংবা ল্যাপটপ থাকা আবশ্যক। আসল ব্যাপারটি হচ্ছে আপনারা মোবাইল, পিসি, ল্যাপটপ কিংবা ট্যাবেও চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।

 

  • এবার জানাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি। সেটি হল চ্যাট জিপিটির নির্দিষ্ট ওয়েবসাইট ছাড়া আপনারা কোথাও থেকে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপ স্টোরে আপনারা চ্যাট জিপিটি নামে বিভিন্ন অ্যাপ দেখতে পাবেন যেগুলো সম্পূর্ণ ফেইক। তাই আজকের এই লেখাটিতে আমি মোবাইল ও ল্যাপটপে চ্যাট জিপিটি ব্যবহার করার যে নিয়ম সম্পর্কে জানাবো শুধুমাত্র সেটি অনুসরণ করেই আপনারা চ্যাট জিপিটি  ব্যবহার করে দেখতে পারেন।

Read More

চ্যাট জিপিটির ব্যবহার : 2023 সালে চ্যাট জিপিটি কাজে লাগিয়ে ব্যবসায় হয়ে উঠুন Most Successful

মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়মটি খুবই সহজ। মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই একটি ব্রাউজারেত সাহায্য নিতে হবে। এক্ষেত্রে যেকোন ব্রাউজার দিয়েই চ্যাট জিপিটি অপারেট করতে পারবেন।

শুরুতেই chat.openai.com এই সাইটটিতে প্রবেশ করতে হবে। এসময় দেখতে পাবেন আপনার ওয়েব ব্রাউজারটি চেকিং করা হচ্ছে। তারপর আপনার সামনে একটি ট্যাব ওপেন হবে যেখানে লগ ইন ও সাইন আপ নামের দুটো অপশন থাকবে। 

যদি আপনি প্রথমবার চ্যাট জিপিটি ব্যবহার করতে চান, তাহলে সাইন আপ অপশনটি ক্লিক করুন। এরপর আপনাকে চ্যাট জিপিটিতে একটি একাউন্ট ওপেন করতে হবে। মনে রাখবেন আপনার যদি একাউন্ট না থাকে তাহলে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন না।

চ্যাট জিপিটিতে একাউন্ট খোলার জন্য আপনাদেরকে তিন ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হবে। যেগুলো হল একটি ভ্যালিড ইমেইল এড্রেস, ভ্যালিড ফোন নাম্বার এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড‌। 

এগুলো প্রোভাইড করার পর আপনার অ্যাকাউন্টটি একটিভ করার লক্ষ্যে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি নাম্বার সেন্ড করা হবে, যেটি আপনাকে ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট বক্সে টাইপ করতে হবে। তারপরেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। 

পিসি কিংবা ল্যাপটপে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম

পিসি কিংবা ল্যাপটপেও একই নিয়মে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। প্রথমে আপনার পিসিতে থাকা ব্রাউজার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স থেকে chat.openai.com এই লিংকে প্রবেশ করুন। তারপর যদি আপনার আগে থেকেই একাউন্ট খোলা থাকে, তাহলে লগ ইন, অন্যথায় সাইন ইন অপশনে ক্লিক করুন। 

তারপর আগের মতোই ইমেইল এড্রেস, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড প্রোভাইড করুন। সবশেষে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্ট খোলার কাজটি করে ব্যবহার করতে থাকুন চ্যাট জিপিটি।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাপটপে কিংবা মোবাইলে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে। বর্তমানে চ্যাট জিপিটি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। যেমন: বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে, ট্রান্সলেশন করতে কিংবা সামারি জেনারেট করতে। পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সার এবং ই-কমার্স বিজনেস চ্যাট জিপিটির মাধ্যমে নিজেদের কাজে সফল হতে পারছেন। তাই আপনারাও অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখুন দারুন শক্তিশালী এবং কাজের এই চ্যাটবটটি।

চ্যাট জিপিটির অসুবিধা কি কি? চ্যাট জিপিটি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে? 

যারা পুরো দুনিয়ায় সাড়া জাগানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা চ্যাটবট চ্যাট জিপিটি সম্পর্কে ইতিমধ্যেই জানেন, তাদের কাছ থেকে এ প্রশ্নটি ইদানিংকালে বেশ শুনতে পাওয়া যায়। 

এটি অস্বীকার করার কোন অবকাশ নেই যে চ্যাট জিপিটি ব্যবহার করলে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। তবে আপনারা নিশ্চয়ই জানেন, ভালো ও খারাপ একে অপরের পরিপূরক। তাই যেটির ভালো দিক আছে সেটির অবশ্যই খারাপ দিকও আছে , আর চ্যাট জিপিটিও এর ব্যতিক্রম নয়। 

চ্যাট জিপিটির অসুবিধা কি কি জানেন? 

এবার আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার মূল অংশে। চলুন জেনে নেয়া যাক চ্যাট জিপিটির অসুবিধা কোনগুলো সে সম্পর্কে । 

০১। চ্যাট জিপিটির অসুবিধা হিসেবে যেটি শুরুর দিকে অবস্থান করছে সেটি হলো এটি একটি ল্যাংগুয়েজ মডেল হওয়ার কারণে এটির ইন্টারনেট ব্রাউজ করার কোন ক্ষমতা নেই। এ কারণে আপনারা এখান থেকে কোন রিয়েল টাইম ইনফরমেশন কিংবা লোকেশন বেজড ইনফরমেশন পেতে পারবেন না। যেমন ধরুন: আপনি যদি চ্যাট জিপিটিকে বর্তমান সময়ের ডলার রেট জিজ্ঞেস করেন ,তাহলে এটি উত্তরে আপনাকে ডলার রেট বলতে পারবে না। 

আবার একইসাথে আপনি যদি এটিতে আপনার এলাকা থেকে অন্য একটি এলাকায় যাওয়ার লোকেশন জানতে চান, তাহলে চ্যাট জিপিটি আপনাকে সেটিও বলতে পারবে না। 

একইসাথে চ্যাট জিপিটির আরেকটি অসুবিধা হলো যদি এটির টেক্সট বক্সে আপনি কোন ওয়েবসাইটের লিংক বা ইউআরএল পেস্ট করেন, তাহলে সেটি রিড করার ক্ষমতাও এটির নেই। তাই বলা যেতে পারে চ্যাট জিপিটি তৈরি করার সময় এটিতে যে ডেটা ইনপুট করা হয়েছে, এটি সেই ডেটার ওপর ভিত্তি করেই আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকে।  

০২। ক্যাপাসিটিজনিত সমস্যা চ্যাট জিপিটির আরেকটি বড় অসুবিধা। যেহেতু বর্তমানে এই চ্যাট বটটি অনেক বেশি ভাইরাল, তাই স্বাভাবিকভাবেই প্রতিদিন বহু সংখ্যক ভিজিটর এই চ্যাটবটটি ব্যবহার করার চেষ্টা করেন। এই এত সংখ্যক ট্রাফিকের ক্যাপাসিটি ধারণ করার ক্ষমতা না থাকায় দেখা যায় নতুন একাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট খুলতে চায় না কিংবা অনেকসময় হ্যাং হয়ে যায়। ধারণা করা হচ্ছে চ্যাট-জিপিটি যে নতুন প্রিমিয়াম ভার্সনটি রিলিজ করেছে , সেটি ব্যবহার করলে এই সমস্যাটির সম্মুখীন আর কাউকে হতে হবে না। 

০৩। চ্যাট জিপিটির কোন মোবাইলে ব্যবহার করার মত এপ্লিকেশন বর্তমানে অ্যাভেইলেবল নেই। যদি আপনি এটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ব্রাউজারের সাহায্য অবশ্যই নিতে হবে। তবে এক্ষেত্রে যে বিষয়টি দুঃখজনক সেটি হচ্ছে, বর্তমানে প্লে স্টোর কিংবা অ্যাপেলের অ্যাপ স্টোরে চ্যাট জিপিটি নামে অনেক ফেক অ্যাপ রিলিজ করা হচ্ছে ‌, এমনকি কিছু কিছু অ্যাপে বলা হচ্ছে ওই অ্যাপের পেইড সাবস্ক্রিপশন নিলে ইউজাররা নাকি মোবাইলেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। যারা চ্যাট জিপিটির এই অ্যাপ না থাকার বিষয়টি সম্পর্কে অবগত নন, তারা প্রায়ই এসব ফেক অ্যাপ থেকে স্ক্যামের শিকার হচ্ছেন। 

০৪। চ্যাট জিপিটির অসুবিধা হিসেবে আরো বলা যায়, এটি আপনার ইনপুট করা টেক্সটের টোন সম্পর্কে জাজমেন্ট দিতে পারেনা। যেমন ধরুন, আপনি যদি কোন অফেন্সিভ টেক্সট ইনপুট করে থাকেন তাহলে চ্যাট জিপিটি তা ডিটেক্ট করতে পারবেনা। আবার পজিটিভ টোনের টেক্সট হলে সেটিও ডিটেক্ট করতে পারবেনা। 

০৫। চ্যাট জিপিটি ব্যবহার করে অনেকে অভিযোগ করেছেন এটি থেকে জেনারেট হওয়ার রেসপন্স অনেক ক্ষেত্রেই সঠিক নয়। বিশেষ করে এটিকে যদি ২০২১ এর পর ঘটা কোন ইভেন্ট নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে এটি অনেক ক্ষেত্রেই ভুল তথ্য দিয়ে থাকে। 

এই অসুবিধাটির ব্যাখ্যা হিসেবে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কর্তৃক জানা গেছে, এই চ্যাটবটটিতে ২০২১ সালের পর থেকে যেসব ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে যে কোন প্রশ্নের উত্তর প্রদান করার মতো যথেষ্ট ডাটা অ্যাভেইলেবল নেই। যেহেতু এটি ইন্টারনেট ব্রাউজ করতে পারে না এবং এটিতে থাকা ডেটা থেকেই সব প্রশ্নের উত্তর দিয়ে থাকে, এ কারণে ইউজাররা প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর শতভাগ সঠিক হচ্ছে না। 

০৬। চ্যাট জিপিটিতে ডেটা ইনপুট করতে গেলে আপনারা খুব লম্বা টেক্সট ইনপুট করতে পারবেন না। যদি করতেও যান, তাহলে দেখতে পাবেন স্ক্রিন হ্যাং হয়ে গেছে। তাই যদি অনেক লম্বা টেক্সট থেকে সামারি জেনারেট করতে যান সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।

০৭। চ্যাট জিপিটির আবিষ্কার বর্তমান শিক্ষা ক্ষেত্রে খুব বাজে ধরনের প্রভাব তৈরি করছে। শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি সম্পন্ন এই চ্যাটবটটি ব্যবহার করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন এসাইনমেন্ট কিংবা হোমওয়ার্ক করার চেষ্টা করছে। চ্যাট জিপিটির অসুবিধা হিসেবে এটি অন্যতম প্রধান অসুবিধা। 

একজন শিক্ষার্থী হিসেবে কেমন আচরণ করা মোটেও উচিত নয়। সম্প্রতি ড্যারেন হাইক নামের ফার্মান ইউনিভার্সিটির একজন প্রফেসর নিউইয়র্ক পোস্টকে জানান, তিনি তার স্টুডেন্টদেরকে ৫০০ শব্দের একটি রচনা লিখতে বলেছিলেন এবং তাদের মধ্যে একজন স্টুডেন্ট চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এমন একটি রচনা লিখে এনেছিল যে রচনাটি সে বয়সের স্টুডেন্টের পক্ষে লেখা বেশ কঠিন। এভাবে অনেক শিক্ষার্থী চ্যাট জিপিটি নেগেটিভ ভাবে ব্যবহার করার চেষ্টা করছে , যা তাদের শিক্ষা জীবনের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করছে। শুধুমাত্র শিক্ষার্থীদের কথাই বা বলছি কেন, যারা চ্যাট জিপিটি নিয়ে গবেষণা করেন তারা দাবি করছেন, চ্যাট জিপিটির ব্যবহার রিসার্চ সেক্টরেও বাজে প্রভাব ফেলতে পারে। 

০৮। চ্যাট জিপিটি ব্যবহার করে দেখেছেন এমন অনেকে দাবি করছেন, এটি নারী কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি বৈষম্যমূলক রেসপন্স জেনারেট করে। অর্থাৎ এটি রেসপন্স জেনারেট করার সময় বায়াসনেস শো করে। যারা এই অভিযোগ করেছেন তাদের মতে এই অসুবিধাটি সমাধান করা অতিসত্বর প্রয়োজনীয়। 

০৯। চ্যাট জিপিটির অসুবিধা হিসেবে আমি আরও বলতে চাই, এই চ্যাটবটে টেক্সট ছাড়া কোন ইমেজ কিংবা অডিও ইনপুট করা যায় না। এবং একইসাথে এটিতে টেক্সট ছাড়া কোন ইমেজ কিংবা অডিও আউটপুট হিসেবেও পাওয়া যায়না। বরং এটি আউটপুট হিসেবে নির্দিষ্ট কোড দেখায় যেগুলো দিয়ে আপনি চাইলে ছবি কিংবা অডিও জেনারেট করতে পারবেন। কিন্তু সরাসরি ছবি কিংবা অডিও জেনারেট করার সিস্টেম এটির মধ্যে নেই। 

শেষ কথা 

আশা করি চ্যাট জিপিটির অসুবিধা সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি পড়ার পর আপনারা বুঝতে পেরেছেন বিশ্ব বিখ্যাত এই চ্যাটবটের কি কি লিমিটেশন রয়েছে। তবে যদি এই অসুবিধাগুলোকে সমাধান করা যায় তাহলে নিঃসন্দেহে চ্যাট জিপিটি হয়ে উঠবে আরও শক্তিশালী একটি চ্যাটবট। 

আর্টিকেলটি ভালো লাগলে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজ থেকে!

Leave a Comment