মহানবী হযরত মুহাম্মদ (স.)- এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম এর সুবাদে ৪ অক্টোবর সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি কোন স্থানে একটি পুলিশের গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে কার্টুনিস্ট ভিল্কস ও দুই পুলিশ কর্মকর্তা নিহত এং ট্রাকচালক আহত হন।
৭৫ বছর বয়সী ভিল্কস মহানবী (স.)- এর কার্টুন আঁকার ঘটনায় প্রাণনাশের হুমকিতে পড়ার পর থেকে সব সময় পুলিশি নিরাপত্তায় বসবাস ও চলাফেরা করতেন। স্থানীয় সময় ৩ অক্টোবর অর্থাৎ রবিবার ঘটনাটি ঘটে থাকলেও নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এদিকে ভিল্কসের বন্ধু স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যুর খবর জানান।
পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, কার্টুনিস্ট ভিল্কসকে বহনকারী গাড়ি ও ট্রাকের সংঘর্ষ কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, সংঘর্ষের ঘটনায় অন্য কেউ জড়িত নেই।