Dark Web কি? Dark Web এর খুটিনাটি

Dark Web মূলত ইন্টারনেট সার্ভিসের একটি বিশেষ প্রযুক্তি যা অনেকটা পেঁয়াজের মতো 

পেঁয়াজ যেমন ছিলতে থাকলে একটার পর একটা পর্দা আসতে থাকে ডার্ক ওয়েবে মূলত এরকম এরপর তারপর পর্দা আসতে থাকে

আপনি যতই গভীরে প্রবেশ করবেন ততই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে তা ডার্ক ওয়েবের মূলত 5%

কিন্তু এই ৫% এর অনেক কিছুই আমাদের দৃষ্টিগোচর হয়ে থাকে

দি ডার্ক ওয়েবের সীমা অনেক দূর যা কখনো শেষ হওয়ার নয়

চলুন ডার্ক ওয়েব সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক

ডার্ক ওয়েব কি?? 

ডার্ক ওয়েব হল ইন্টারনেট দুনিয়ার অন্ধকার জগত যেখানে ড্রাগস ডিলিং, অস্ত্র পাচার, হ্যাকিং এবং পর্নোগ্রাফি, এছাড়াও টাকার বিনিময়ে কাজ নিত্যদিনের স্বাভাবিক নিয়মে চলে

ডার্ক ওয়েবে কি করে ঢুকবো?

ডার্ক ওয়েবে মূলত ঢোকার জন্য একটি ইন্টারনেট ব্রাউজার দরকার যেটার নাম Tor Browser

এবং তার কয়বার ওয়েবসাইটের লিংক  যেগুলো ( .onion) আকারে থাকে

এখানে যে কোন মানুষকে আপনি Hire করতে পারেন আপনার কাজের জন্য কিছু অর্থের বিনিময়ে।

ধরুন আপনার একজন হ্যাকার লাগবে কোন সোশ্যাল ওয়েবসাইট হ্যাকিংয়ের জন্য।  আপনি এখানে সরাসরি তাদের সাথে কথা বলে এবং তাদের পেমেন্ট করে আপনার কাজে লাগিয়ে ফেলতে পারেন।

এখানকার পেমেন্ট সিস্টেম Temporary অনলাইন ব্যাংক একাউন্ট এর মত কাজ করে। এবং কিছু সময় পরে ট্রানজেকশন হিস্টরি মুছে ফেলে

এখানে আপনার তথ্যগুলো সাময়িক সময়ের জন্য সংরক্ষিত থাকে এবং একটি নির্দিষ্ট সময় পর সেগুলো মুছে ফেলা হয়

ফলে ব্যক্তিগত তথ্য প্রদানের দরকার হয়না।

যার কারণে ডার্কওয়েবে যারা কাজ করে প্রশাসন তাদের খুঁজে পেতে বেগ পেতে হয়

এখানে ডার্ক ওয়েবের অপকারিতাই বেশি উপকারীতা নেই বললেই চলে

তবে ডার্কওয়েবে ঢোকার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত

Dark Web Access:

এখন আমরা জানবো কিভাবে মোবাইল ফোন এবং পিসি অথবা ল্যাপটপ থেকে Access  নেওয়া যায়।

প্রথমত https://www.torproject.org/download/এ গিয়ে Tor Browser ডাউনলোড করুন (মোবাইল ইউজার রা প্লেস্টোরে পাবেন কিংবা লিংক থেকেও ডাউনলোড দিতে পারেন)

দ্বিতীয়ত app টি ইন্সটল করবেন

এর পর নিচের লিংকগুলি কপি করে Tor Browser এ Enter করবেন

Voi:

http://dreadytofatroptsdj6io7l3xptbet6onoyno2yv7jicoxknyazubrad.onion/

Hidden Wallet:

http://d46a7ehxj6d6f2cf4hi3b424uzywno24c7qtnvdvwsah5qpogewoeqid.onion/

Facebook:

https://www.facebookwkhpilnemxj7asaniu7vnjjbiltxjqhye3mhbshg7kx5tfyd.onion/

Mega Tor:

http://crqkllx7afomrokwx6f2sjcnl2do2i3i77hjjb4eqetlgq3cths3o6ad.onion/

Moneybag:

http://p2qzxkca42e3wccvqgby7jrcbzlf6g7pnkvybnau4szl5ykdydzmvbid.onion/

VT:

http://bvten5svsltfpxrxl72ukqxixwo2m5ek5svmcxgrmkta4tbmiemuibid.onion/

Torch:

http://xmh57jrknzkhv6y3ls3ubitzfqnkrwxhopf5aygthi7d6rplyvk3noyd.onion/

Hacker Service:

http://zkllmhuxmf3u6lh4cl3lueyoxjvxoocnwv7k2wrhatyhw2mknfjtnrid.onion/

Secure Drop:

http://sdolvtfhatvsysc6l34d65ymdwxcujausv7k5jk4cy5ttzhjoi6fzvyd.onion/

তবে আমার মতে ডার্ক ওয়েবে প্রবেশটা কৌতূহল বশত ট্রাই করতে পারেন কিন্তু আসক্তি তে বা অপকর্মে জড়িয়ে পড়ার জন্য কেও দায়ী থাকবেনা

তাছাড়া ভুলবশত যদি আপনার Access এ কোনো রকম ত্রুটি হয় তবে মুহুর্তেই আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন চলে যাবে হ্যাকারদের কাছে। তাই সাবধানতা অবলম্বলন করুন

ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য

Leave a Comment