অল্প পরিশ্রমে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান? জেনে নিন 12 টি দারুন Effective পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে

পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে সবাই জানতে চায়। কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমেই আমরা সফলতার সিঁড়িতে একটু একটু করে পা রাখতে থাকি। সত্যি বলতে সেই ছোটকালের ছাত্র জীবনের শুরু থেকেই পরীক্ষা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শ্রেণি পরীক্ষা,বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা- যে ধরনের পরীক্ষাই হোক না কেন -আমাদের সবার মধ্যেই কিন্তু কমবেশি পরীক্ষা দিতে ভয় কাজ করে। ব্যাপারটি এমন যে পরীক্ষা ছাড়া শিক্ষাজীবন হলে  সবাই খুশি হতাম, তাইনা? 

আসলে পরীক্ষা নিয়ে উদ্বেগ বা চিন্তা থাকবে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। আবার এই উদ্বেগ বা চিন্তাই হলো পরীক্ষায় ভালো করার মূল চালিকা শক্তি। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো,শুধুমাত্র গতানুগতিক  পড়ালেখা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব নয়। এর জন্য কিছু প্রয়োজন পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে জানা।

কি?সেই উপায়গুলো সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছে? তাহলে আর চিন্তা নেই। কেননা আজ আমি শেয়ার করবো ১০ টি পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে যেগুলো অনুসরণ করে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবেই! 

পরীক্ষায় ভালো রেজাল্ট করা কী খুব কঠিন ?

পরীক্ষায় ভাল ফলাফল করা সবারই কাম্য। আমাদের প্রত্যেককে শিক্ষাজীবনে ক্লাস পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং এডমিশন টেস্ট সহ অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়। অনেক সময় এসব পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য সময় কম থাকে এবং সিলেবাস থাকে অনেক বেশি। 

এক্ষেত্রে পরীক্ষাগুলোর পর ফলাফল দেয়ার সময় দেখা যায়, একই সিলেবাসের বই পড়ে, একই ক্লাসে পড়াশোনা করে, এমনকি একই বেঞ্চে বসে পরীক্ষা দিয়েও আমরা কেউ পাচ্ছি ভালো মার্কস, আবার কেউ বা খারাপ মার্কস। এখান থেকে স্বাভাবিকভাবেই মাথায় একটি প্রশ্ন আসে যেটি হলো, পরীক্ষায় ভালো রেজাল্ট করা কী খুব কঠিন?

আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা অতটাও কঠিন নয়৷ আমরা নিজেরাই যদি একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যারা পরীক্ষায় আমাদের থেকে ভালো রেজাল্ট করছে তারা অবশ্যই কিছু না কিছু বাড়তি কৌশল বা ট্রিকস অনুসরন করে যেগুলো তাদের বাকিদের থেকে এগিয়ে রাখে। 

সত্যি বলতে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সব থেকে আগে প্রয়োজন নিজের ওপর আস্থা রাখা। পাশাপাশি প্রয়োজন এমন কিছু উপায় সম্পর্কে জানা যেগুলো ফলো করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা একদমই কঠিন মনে হবেনা। 

২০২২ সালের সেরা ৫টি ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে আরো জানতে পড়ুনঃ ভিডিও এডিটিং করে একমাসে ১০০০ ডলার আয় করতে চান? তাহলে জেনে নিন ২০২২ সালের Best 5 টি ভিডিও এডিটিং সফটওয়্যার কোনগুলো

12 টি পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়

এখন আমি আপনাদের জানাবো দশটি পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে, যেগুলো বিভিন্ন গবেষণার মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। তাই নিজে যে পর্যায়ের পরীক্ষার্থী হয়ে থাকুননা কেন, এ উপায়গুলো ফলো করে দেখতে পারেন। 

০১। পাঠ্যবিষয়গুলোকে সুবিন্যস্ত করে পড়ার পরিকল্পনা সাজানো

পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে বলতে গেলে প্রথমেই আসে গুছিয়ে পড়াশোনা করার অভ্যাসের বিষয়ে। এক্ষেত্রে পরামর্শ হলো পড়ার বিষয় গুলাকে নিজের মত করে শুরুতেই সাজিয়ে নিতে হবে। নিজের সুবিধামতো একটি পড়াশোনার রুটিন তৈরি করে ফেললে আরও ভালো হয়। রুটিন অনুযায়ী কবে কোন বিষয়ের কোন টপিক পড়তে হবে সেটি আগে থেকেই ঠিক করে নিতে হবে। অনেক সময় এমন হয় যে পরীক্ষায় বড় সিলেবাস থাকে। সিলেবাস বড় হলে একটি মাসভিত্তিক বা সাপ্তাহিক একটি পরিকল্পনা তৈরি থাকলে পড়ার প্রতি ভীতি যেমন কমে আসবে, তেমন পড়াশোনায় মনোযোগও বাড়বে।

০২। ক্লাস লেকচার ফলো করা:

ক্লাসে শিক্ষকেরা পড়ানোর সময় যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সেগুলো মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করতে হবে। সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে ফেলতে হবে। কারণ পরীক্ষায় কি আসবে না আসবে সে সম্পর্কিত অনেক কিছুই শিক্ষকেরা ক্লাস লেকচারে ধারণা দিয়ে থাকেন।এটি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে। একারণে ক্লাস লেকচার ফলো করা পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় হিসেবে খুবই ভালো কাজ করে। পাশাপাশি কোনো বিষয় না বুঝতে পারলে শিক্ষকদের কাছে গিয়ে আলোচনা করে জেনে নিলে বিষয়টি অনেক সুন্দর ভাবে মনে রাখা সম্ভব হয়।

০৩। গ্রুপস্টাডির অভ্যাস করা

নিজের পড়ার রুটিন অনুসরণ করার পাশাপাশি নিয়মিত গ্রুপ স্টাডি করলে পরীক্ষায় বেশ ভালো ফলাফল আসা সম্ভব। দেখা যায় একসাথে আলোচনা করে পড়লে অনেক জটিল বিষয় গুলো সমাধান করা সম্ভব হয়। পাশাপাশি একে অন্যকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে পড়া আয়ত্ত করা যেমন সহজ হয়, তেমনি পরীক্ষার রেজাল্টও ভালো হয়। 

০৪। পড়ার মাঝে ছোট ছোট বিরতি নেয়া

একটানা পড়ালেখা না করে পড়ার মাঝে মাঝে একটু সময় করে বিরতি নেওয়া উচিৎ। এতে করে পড়তে গেলে বিরক্তি লাগবেনা । পাশাপাশি নিজের স্ট্যামিনাও ভালো থাকবে দীর্ঘ সময় ধরে পড়ালেখা করার জন্য। বিরতি নেয়ার সময় প্রয়োজনে পছন্দের কিছু গান শুনলে বা হালকা নাস্তা করলে পড়াশোনার প্রতি মোটিভেশান ফিরে আসে। তবে খেয়াল রাখতে হবে বিরতি নিতে গিয়ে সেটি যেনো বেশি সময়ের জন্য না হয়ে যায়। 

০৫।লেখার অভ্যাস করা

এবার আমি কথা বলবো পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় হিসেবে অত্যন্ত কার্যকরী একটি উপায় সম্পর্কে। সেটি হলো পড়তে পড়তে লেখার অভ্যাস করা। আমরা সব সময় যা পড়ি তা সব মনে থাকেনা। আবার দেখা যায় গুছিয়ে  নির্ভুলভাবে লিখতেও অনেকের অসুবিধা হয়। এক্ষেত্রে পড়ার পাশাপাশি লেখার অভ্যাস করা গেলে এটি অনেকংশে কমে আসবে যেটি পরীক্ষায় ভালো মার্কস আনতে সাহায্য করবে।

০৬। আগের বছরের প্রশ্ন সমাধান করা

যেকোনো পরীক্ষা দিতে গেলে সেই পরীক্ষার আগের আগের বছরের প্রশ্ন সমাধান করলে অনেক প্রশ্ন কমন পড়ে যায় । এছাড়া নিজের প্রস্তুতির যাচাইয়েরও ভালো একটি মাধ্যম এটি। তাই বলা যেতে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় হিসেবে এটি খুবই ভালো কাজ করে। 

০৭।নোট তৈরী করা:

পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই ভালোমানের নোট তৈরি করতে হবে। ভালো নোট পড়ায় মনোযোগ বাড়ায় এবং পড়া আয়ত্ত্ব করতে সাহায্য করে। এতে করে এক্সামের পূর্বে মানসিক চাপ কম থাকে এবং প্রস্তুতি নিতে সুবিধা হয়। 

পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়

০৮।মেমোরি টেকনিক

আমাদের অনেকেরই জটিল  বিষয় গুলো আয়ত্ত্ব করতে সময় লাগে। এক্ষেত্রে সিলেবাসের পাঠ্য বিষয় গুলো কবিতা,ছন্দ,কি-ওয়ার্ড কিংবা ইনফোগ্রাফিক করে সাজিয়ে নিলে অনেক সুফল পাওয়া যায়। এতে মুখস্থ করার চাপ যেমন কমে যায়, তেমনি একসাথে অনেক তথ্য মনে রাখা সম্ভব হয়।

০৯। পড়া বিষয়গুলো খাতায় সুন্দরভাবে উপস্থাপন করা

বেশিরভাগ সময় আমরা ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষার খাতায় ভালো নম্বর পাই না। এর পিছনে দায়ী দুইটি বিষয় ।প্রথমটি হলো সুন্দর হাতের লেখা এবং দ্বিতীয়টি হলো টাইম ম্যানেজমেন্ট। এই দুইটি বিষয় নিয়মিত প্র‍্যাক্টিসের মাধ্যমে সহজেই দক্ষতা অর্জন করা সম্ভব। মনে রাখতে হবে, খাতায় সুন্দর হাতের লেখা দিয়ে সময়ের মধ্যে উত্তরগুলো উপস্থাপন করতে পারলে ভালো রেজাল্ট করা অনেক সহজ হয়ে যায়। 

১০।ভুল থেকে শেখা

পড়া বা লেখার সময় আমাদের অনেক কিছু বুঝতে বা উপস্থাপন করতে ভুল হতে পারে। এতে হতাশা বা টেনশন করে বসে না থেকে এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। ভুল করা বিষয় গুলা বারবার পড়া,কেনো ভুল হলো মাথার মধ্যে চিন্তা করে বিচার বিশ্লেষণ করে সমাধানের চেষ্টা করলে পরবর্তী পরীক্ষাগুলোতে অনেক সুফল পাওয়া যায়। এতে করে ভুলের পরিমানও কমে আসে।

১১।কঠিন বিষয়গুলো কয়েকবার পড়া

যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় সম্পর্কে বলতে গেলে কঠিন বিষয় গুলো বারবার পড়া নিয়ে বলতেই হয়। যদি নোট করে পড়ার অভ্যাস থাকে তাহলে সেই নোটের বিশেষ পয়েন্টগুলোতে চোখ বুলিয়ে নেয়া উচিৎ যাতে লেখার সময় মনে থাকে। 

১২।পাঠ্যবইতে থাকা কি-পয়েন্টগুলো হাইলাইট করা

পাঠ্য বিষয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করে দাগিয়ে পড়লে সেগুলো ভালোভাবে মনে থাকে। এতে করে পরীক্ষার আগে সম্পূর্ণ  পড়া ভালো করে দেখে না গেলেও হাইলাইট করা কি পয়েন্টে চোখ বুলিয়ে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করা যায়। 

এটুকুই ছিলো পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় নিয়ে আজকের আলোচনা। পরীক্ষায় ভালো করতে নিয়মিত রুটিনমাফিক পড়াশুনা করলে এবং পড়ার সময় গুছিয়ে পড়লে অনেক পরীক্ষায় কম পরিশ্রমে ভালো ফল আসা সম্ভব। পাশাপাশি সচেতন থাকতে হবে হবে টাইম ম্যানেজমেন্টের ওপরেও যে কখন কোন বিষয় কতটুকু সময় দিয়ে পড়তে হবে। এর সাথে নিয়মিত অনুশীলন করে ভুল গুলো যাচাই করতে হবে। এভাবে এই সঠিক কলাকৌশলের মাধ্যমে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা অনেক সহজেই সম্ভব হবে।

আর্টিকেলটি ভালো লাগলে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজ থেকে!

 

Leave a Comment